আমি যুদ্ধ বাজ, আমি স্বার্থপর-
সমাজ, স্ব-জাতি আর স্ব দেশের জন্য।
কখনো ভোলা মন, সর্বদা চিন্তিত
তবে, আত্মবিশ্বাসে আমি উজ্জীবিত!


আমি প্রতিশোধ পরায়ণ!
আমি আঘাত হানি বারবার!
আমি কবি- নজরুলের শিষ্য!
আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস!
মহা প্রলয়ের আমি নটরাজ–
আমি সে-ই সাইক্লোন, করি সব ধ্বংস!


আমি নতুন করে সৃজন করবো বিশ্ব–
নব-বধূর সাজে সাজাবো ধরা।


০৫/২২