বিনিদ্র রজনী ত্যাগে, শ্রমের কাতরতা ভেদে
সাফল্যের উচ্চ শিউরে–যখন,
ভোরের পাখিরা উড়ে।


ইতরের দলেরা দেখে শুধু তাকিয়ে
আটকাতে চায় শুধু মিথ্যা ফাঁদ পাতিয়ে
মিথ্যার বেড়াজাল, চিঁড়ে ফেল দূর বার
অদম্য দুঃসাহসে ভেঙে ফেলবি ঐ কারার দার!


ক্ষণিকের কিছু আঘাত, রেখে দে খাঁচার ভিতর
ভূকম্পের আঘাত হানবি, ভেঙে দিবি ওর বুক-পাজর!


বঙ্গ বালক
২৫-০৮-২০২২