এই কুয়াশা ভেজা ভোরে
ভালোবাসার উষ্ণতায় জড়িয়ে
পাখিদের কিচিরমিচির তালে
পিঁচ ঢালা পথের কিনা'রা বেয়ে
তোমার পাশা-পাশি থেকে, যদি
    হাঁটতে পারতাম!


ঐ শিমুলের ডালে ডাকা কোকিল
সবুজ ঘাসে জমে উঠা শিশির
নতুন রূপে জেগে ওঠা ভোর
উষ্ণতা ছড়ানো দিবাকর, যদি—
দেখাতে পারতাম!


সাগরের মাঝে ভেসে উঠা তিমির হুংকার
নীলা-আকাশের বুকে লেগে থাকা মেঘের গর্জন
মহা-সমুদ্রে নোনা জলের করতল,
করতালি দিয়ে বলছে, আমি—
তোমাকেই চাই!