ভদ্র মরা, শান্ত মোরা–
পরি কালো সাদা কোর্ট,
ভুল করেছি ক্ষমা চাই সবি,
শুধু এবার দিবেন ভোট।


রিকশাওয়ালা ভাই বোনে যায়-
কৃষক কামার চাচা,
রাত্রি হলে মিছিল মিটিং-
বিলাই শুধু টাকা।


বলব কি ভাই দুঃখের কথা,
এটাই মোদের ভোট।
ভোটের হলে ভোট চলে না-
চলে গোল্লা ছুট।