জানি, তুমি আমাকে অনেক ভালবাস,
কিন্তু ভালবাসার কথাটি আমাকে বলার
হিম্মত নেই তোমার।


আমার সম্মুখে দাড়ালে কেন,
আপাদমস্তকের কম্পন অনুভূত হয়
আর ভালবাসার ভাষা নিস্তব্ধ হয়ে যায়।


মাঝে মাঝে স্তব্ধ হয়ে দাড়িয়ে থাক,
নির্বাক গাছের মত
তবুও চাহনিতে বুঝলাম ভালবাস কত!


আমার সাথে কথা বলতে এলে,
বুকের ভিতর প্রকম্পিত হয়
আর নিঃশ্বাস ভারি হয়ে যায়।


মনের মানুষের সাথে যদি,
নির্জনে নির্ভয়ে মনের কথা না বলা যায়
এভাবে কি ভালবাসা হয়?


এত ভীরু মন নিয়ে,
প্রেমকে কতদিন টিকে রাখা যায়
মনে হয় বেশি দিন নয়।


তাই ভাল যখন বাস আমায়,
মনে সব কথা বল অবলীলায়
আমি তো আছি তোমারই প্রতীক্ষায়।