মাগো আমায় দিওনা যেতে জন্মভিটা ছেড়ে,
শহর আমার ভাল লাগেনা শান্তি নেয় কেড়ে।


একদিনও কেউ নেয়না খোঁজ একমুটো না খেলে,
সর্বক্ষন মনে হয় যেন আছি কোন জেলে।


ধূলাবালি সীসার গন্ধ পারিনা যে সইতে,
বিপদের কথা কাউকে কখনও পারিনা যে কইতে।


যানজট আর কোলাহলে দূর্বিষহ যান্ত্রিক জীবন,
সহ্য তো হয় না মাগো হরেক শব্দ দূষণ।


মানবতা কি জিনিস নেইকো শহর জুড়ে,
শান্ত-শিষ্ট কাউকে পেলে সব কিছু নেয় কেড়ে।


মায়ার কথা কি বলব আর মায়ার বালাই নাই,
সর্ব কাজে সবাই যে তাই শুধুই ঘুষ খাই।


স্বার্থছাড়া কেউ চলেনা এমন আজব নগর,
মাগো আমি কেমনে থাকি ঐ না আজব শহর।


ঐ শহরে কেউ করেনা তোমার মত যতন,
গ্রামকে আমি ভালবাসি গ্রাম মায়ের মতন।