একা একা বসে আছি আনমনে
তাকিয়ে পলকহীন আকাশ পানে,
তারা গুলো মিটি মিটি জ্বলছে
জ্বলছে আর চুপি চুপি বলছে।


কেন বিষন্নতা মনে হে কবি
সুখের প্রলেপে আঁক নতুন ছবি,
যাকে হারিয়েছ সেতো তোমার নয়
ভেবে ভেবে কেন নষ্ট কর সময়।


ঘুমহীন চোখে রাত্রি কাটানো
নয়নের কোনে অশ্রু জমানো,
বল কেন এমন করছ অযথায়
এবার অশ্রু কারিগরকে জানাও বিদায়।


যে তোমার সে আসবে কোন এক সময়
তখন তাকে গ্রহন করিও অবলীলায়,
ভালবেসে বুকে টেনে নিও যতনে
হ্নদয়ের সবটুকু ভালবাসা দিও সঙ্গোপনে।


এমন ভালবাস যেন ইতিহাস হয়ে রয়
বিষন্নতার অশ্রুজলে সুখের কাব্য হয়,
যদি আবার কখনও তোমাকে সুধায়
যেন কথার ফুলঝুরিতে সুখের গন্ধ পায়।