মানব চুম্বক
-আরিফ মল্লিক
- ০৭/০৫/২০
-----------++++++++++++


আমরা আসলে কারা?? আমরা আসলে কি??
বাস্তব অস্তিত্বে অসংখ্য পরমাণু মৃত্তিকায় তৈরি মানব চুম্বক।
প্রকৃতির সকল ত্রিমাত্রিক অবস্থান পরমাণুর মৃত্তিকা মালা।
ইলেকট্রন -প্রোটন -নিউট্রনের নিদৃষ্ট কম্পন শক্তি ,
মানুষকে রূপান্তর করছে চুম্বক শক্তিতে।
বাঁচিয়ে রাখছে মানব শরীরকে।
দিচ্ছে নতুন নতুন সৃষ্টির ক্ষমতা।


তীব্র ইচ্ছাশক্তিই আকর্ষণ সূত্র।
অবচেতন মন, আকর্ষণ সূত্রকে কাজে লাগিয়ে যৎপরোনাস্তি  সংকল্প শক্তিকে দিচ্ছে বাস্তব রূপ, প্রতিষ্ঠা করছে শ্রেষ্ঠত্ব ।
ইতিবাচক -নেতিবাচক ঘোর যুদ্ধের আবির্ভাব হয় আকর্ষণ  সূত্রের কেন্দ্রবিন্দুতে ।
আবেগ অনুভূতির ইতিবাচক শক্তি তৈরি করছে নতুন সম্ভাবনার ভবিষ্যৎ।
নেতিবাচক অনুভূতি আহরণ করছে ধ্বংসের ।


তিন লোচনের মানুষ তুমি দেখছো দুইয়ে।
শৃংখলিত তোমার কুদরত তারাই হচ্ছে অগ্রগণ্য
খুলে তোমার দাসত্বের গুপ্ত গোলার্ধ ।
বলো
আমি যা চাই তা পাই। আমি চুম্বক,
মানব চুম্বক ||