বুকের বাপাশের পুরোনো ব্যাথাটা
হঠাৎ করে, মাঝে মাঝে উদয় হয়।
ব্যাথা যখন ধীরে ধীরে
তীব্রতার দিকে যায়।
ওভারডোজের পেইন কিলারও
তার নাগাল ছুঁতে না পায়।
রংধনুর মতো রঙিন, হাজারো স্বপ্ন গুলো,
যা লক্ষ-কোটি বছর বাঁচার ইচ্ছা পুষে।
মুহূর্তেই তা বর্ণহীন,ধূসর ধুলোয় মিশে,
মৃত্যুর আলিঙ্গনে যেতে চায়।
বুকের বা পাশের ব্যাথাটা,
যখনি প্রকাশ পায়।