বছর ঘুরে আবার এলে তুমি,
সকল প্রতীক্ষার করে অবসান।
স্বাগতম, স্বাগতম, সু-স্বাগতম,
হে মাহে রমজান।


গোরের আজাব বন্ধ হল,
রুদ্ধ হলো দোজখের দ্বার।
জান্নাত সাজলো নতুন করে,
খুলেছে তার সকল দুয়ার।


অবাধ্য শয়তান গুলো আবদ্ধ হল,
প্রতি রাতে পাপীরা পাবে পরিত্রাণ।
ফরজ পেল ৭০ গুণ বেশি মর্যাদা,
নফল গুলো ফরজের সমান।


সিয়াম সাধনার মাস তুমি,
হলে, কোরআন নাজিলের মাস।
তোমার মাঝেই জেনো মরন হয়,
কোটি মুমিনের প্রাণের এই আশ।


এসবই তোমার প্রতি,
রবের ইহসান।
স্বাগতম, স্বাগতম, সু-স্বাগতম,
হে মাহে রমজান।