তোমার প্রতি শ্রদ্ধায়,
আজ আমার মাথা নিচু হয়ে যাচ্ছে।


তুমি যদিও আমার সাথে ছলনা করেছ,
আমার মনে দুঃখ দিয়েছো।  
কিন্তু তার পরেও,তুমি আমার মত,
একটা ছেলের সাথে মিশেছ,
কথা বলেছ, হৃদয়ে ভালোলাগা,
ভালোবাসা জাগিয়েছো।
সেটাই তো অনেক বড় পাওয়া
আমার মতো ছেলের জন্য।


মানুষ যে মাটির তৈরী সেটা সবাই জানে,
তবে আজ কেন জানি মনে হচ্ছে,
খোদা তোমায় মাটি দিয়ে গড়েছে।
তোমার মন মাটির মতোই নরম,
কমল আর অহংকারহীন।


আর তাইতো যখন তুমি আমায় নয়,
অন্য কাউকে ভালোবাসো  
এ কথাটা শোনার পর,
আমি তোমার সাথে কোনো কথা বলতাম না।


তখন তুমি এসে আমার সাথে
ঠিক আগের মতই কথা বলতে,
হাসতে, গাইতে আর আমি!
তোমায় এড়িয়ে চলার চেষ্টা করতাম।


তুমি আমায় ছয়টি মাস স্বপ্ন দেখিয়ে,
একটি বছর কাঁদিয়েছ।
১৮০ দিন ভালোবাসার ভেলায় ভাসিয়ে,
৩৬৫ দিন বিরহের নদীতে ডুবিয়েছ।


আজ যখন অবহেলা আমায়
চারদিক থেকে ঘিরে ধরেছে,
যেখানে যাই সেখানে শুধু
অবহেলা আর অবহেলা


তখন আমার মনে হয়
তোমার কাছ থেকে পাওয়া
ছ'মাসের ভালোবাসা
আজকের এই অবজ্ঞা,অবহেলার থেকে
অনেক, অনেক ভালো ছিল।


সত্যি বলতে আজ মনে হয়
ভুল আমারি ছিল,
তুমি হয়তো বন্ধু ভেবে
আমায় কাছে টেনেছিলে,
আমি বোকা সেটা কে ভালোবাসা
ভেবে প্রেমের স্বপ্ন বুনেছিলাম,
স্বপ্নের সেই ঘোর কাটিয়ে উঠতে,
জানো!আমার বছর লেগে গিয়েছিল,


আসলে ভুল হবেনা কেনো?বলো তো!
তোমার আগে এমন করে কোনো মেয়ে
এতো কাছে আসেনি কখনো,
আমার যায়গায় অন্য ছেলে থাকলে
সেও আমারি মতোই ভুল করতো।


আজ সত্যি সকল ব্যথা, কষ্ট, যন্ত্রণা
ভুলে গিয়ে, খোদার কাছে
বলতে ইচ্ছে করছে তোমার জন্য,


খোদা যেন তোমাকে সুখে রাখে,
শান্তিতে রাখে, তোমার ঘরের চালে
অনবরত যেন ঝরে পড়ে,
ভালোবাসার ঝর্ণাধারা।
আমার মত অবহেলা যেন,
তোমার আঙিনায় কখনো দেয় নাকো পারা।