আধার রাতের অন্ধকারে,
খোদা তোমার দরবারে।
মাফ চাহে পাপী বান্দা,
তওবা করে চিরতরে।


গুনাহ্ আমার পাহাড় সমান,
তোমার নাম যে রহিম-রহমান।
সেই নামের-ই উসিলা করে,
রব আমার,ক্ষম মোরে।


দু চোখে বহে অশ্রুধারা,
অতীত শুধু পাপে ভরা।
তুমি বিনে এই সংসারে,
কে করিবে শুদ্ধ মোরে।


আজ দেহে আছে যে-প্রাণ,
কাল নিবে হয়ত পরিত্রান।
যেদিন যাবো দুনিয়া ছেড়ে,
ইমান যেন যায় পরপারে।