জা‌নি তু‌মি চাঁদ‌ের আ‌লো হ‌য়ে,
আমার ঘ‌রে কখনও আস‌বেনা।
জা‌নি তুম‌ি ফু‌লের সুবাস হ‌য়ে
আমার পা‌শে কখনও বস‌বেনা।


জা‌নি তোমার হা‌সির ঝর্নাধারা,
আমার আঙ্গিনায় কোনদিন ঝড়‌বেনা,
জা‌নি তোমার কথার নদী,
আমার হৃদয়ে ঢেউ কোনদিন তুলবেনা।


জা‌নি গো তু‌মি ভালোবেসে,
মাথায় কভু হাত বুলা‌বেনা।
জা‌নি ‌গো তু‌মি গান গে‌‌য়ে,
মন কভু দোলা‌বেনা।


জা‌নি তোমার মেঘকা‌লো কেশ,
মায়ার বাঁধ‌নে বাঁধ‌বেনা।
জা‌নি তোমার হরিণীর ‌চোখ,
হৃদয়ের স্পন্দন বাড়াবেনা।


তবুও কেন জা‌নি তোমাকে ছাড়া,
অন্য কারও স্বপ্ন মন দে‌‌খেনা।
ঘু‌‌‌‌ড়ে ‌‌ফি‌রে সেই তু‌মি ছাড়া,
অন‍্য দিকে মন যায় না।


জা‌নে তবে মা‌নেনা,
তু‌মি ছাড়া মন কিছু বু‌‌‌ঝেনা।
আমি ‌যখন একা থা‌কি
পাশে কেউ থা‌কেনা।
তোমার আসার প্রহর গুনি,
"তু‌মি তা জা‌নো না"।