তিলকে করি তাল, হুজুগে মাতাল
আদিম যুগের আদিমতায় নামে ডিজিটাল
আমরা কবে সভ্য হবো?
বিচার বুদ্ধি ভুলে, নিজেদের খেয়ালে
যাকে খুশি ধরছি-মারছি,করছি নাজেহাল।
আমরা কবে সভ্য হবো?
যার যায়, সেই বোঝে, কী হারালো
মা হারা সন্তান জানে, মা কী ছিলো।
আর কত অন্ধকারে রবো ডুবে,
আর কত রাত পেরিয়ে ভোর হবে।
আমরা কবে সভ্য হবো?
আরে ভাই, আমরা মানব, শ্রেষ্ঠ জাতি!
তবে কেনো, কান নিয়েছে চিলে শুনেই
চিলের পেছন ছুটবো,
আগে তো দেখে নেবো হচ্ছেটা কী!
বিবেকটাকে জাগিয়ে নিলে
তবেই হবো সভ্য।
আমরা কবে সভ্য হবো?
আমরা কবে সভ্য হবো?