কোনো এক ফাগুনের দুপুরে,
দেখেছিলাম তোমারে।
পরনে বাসন্তী শাড়ি,
হাতে রেশমি চুড়ি,
এক ফালি বাঁকা চাঁদ কপালে।
আমি অপলক দেখেছি
চোখে চোখ রেখেছি,
তারপর হঠাৎ ভীড়ে
সেই যে হারালে,
আজও ফাগুন এলেই মনে পড়ে।