আজ ওড়ছে বিজয় ধ্বজা,
বাঙলার ঘরে-ঘরে, পথে-ঘাটে,
বন্দরে, প্রান্তরে-প্রান্তরে।
আজ মুক্ত আমার আকাশ, বাতাস,
মৃত্তিকা, ধুলা-বালি।
নদী জলে নেই রক্ত, মাংস, অস্থিপঁজর,
বাতাসে নেই কামানের গর্জন,
বারুদের গন্ধ, আর্ত চিৎকার।
ত্রিশলক্ষ তাজাপ্রাণের প্রতিদান,
পত্পত্ করে ওড়ছে মায়ের আঁচল।
আজ মুছে ফেলে জল, হাসছে আমার ভগনি,
বিজয়োল্লাসে মেতেছে সারা বাঙলা,
আজ ওড়ছে বিজয় ধ্বজা।।