আর কতো একা হাঁটবো,
নিজেই নিজে নিজের রাঁধবো।
তালা খুলে বাসায় ঢুকবো,
নিজেই নিজের খেয়ালে থাকবো।
রাত -বিরাতে ঘুম না এলে
বিলি কাটবে আমার চুলে,
আমিও নিজেকে হারিয়ে ফেলে
তার মাঝেই নিজেকে খুঁজবো।
সকাল বেলা জানালা খুলে
চায়ের কাপ হাতে তুলে,
ঘুম ভাঙাবে মিষ্টি ডাকে
তার ডাকেই আমি জাগবো।
সারাদিনের ক্লান্তি শেষে
ফিরবো যখন আপন গৃহে,
বসে আছে অপেক্ষাতে
একসাথে দুজন খাবো।
অনেকতো ফাগুন গেলো
মনের ঘর রইল খালি,
এই ফাগুনে ঘর সাজাবো
বিয়েটা করেই ফেলি।