ভালোবেসে শুধু একবার বলেছিলে,
নিজেকে ফেলেছি বদলে।
এখন আর দু'ঠোঁটে তপ্ততা অনুভূত হয় না,
বুকটাতেও উনুন জ্বলেনা।
ছেড়েছি পেঁচার সঙ্গে সখ্যতা,
রাতভর তারাদের গুনিনা।
চুলগুলো গোছালো,বুকটা বন্দি
হাতে ব্রেসলেট নেই,গায়ে সুগন্ধী।
এখন আর অল্পতে রাগি না,
স্বপ্নেও পরীদের দেখিনা।
হৃদয়ের ষোলআনা,তোমার আরাধনা
আর কোনো সুখে ঘর বাঁধিনা।