শোন্ সিপাহি,চিকন বুদ্ধি, আমরা যে কোণঠাসা
বীর বাঙালি দমবে না আর, পণ্ড জয়ের আশা।
এমন  আঘাত করবি এবার, জিতে গিয়েও হার
ঘুঁচবে না আর  সেই সে ক্ষতি, কাঁদবে বারংবার।।
ভাঙবি তাদের বুকের পাঁজর,উপড়ে ফেলবি চোখ
যুগ -যুগ যেন বয়ে বেড়ায় অন্ধ হবার শোক।
নিভিয়ে দিবি জ্বলছে যত মশাল তীরে তীরে,
দেখবে আধার বিজয় শেষে ফিরবে যখন ঘরে।


শোন্ সিপাহি,খুঁজবি যত শিক্ষাবিদ, ডাক্তার
সবার আগে সেগুলোরে শেষ করা দরকার।
প্রকৌশলী,নায়ক-গায়ক,কবি-সাহিত্যিক
বাদ দিবি না আছে যত উকিল,সাংবাদিক।
তোদের পাশে থাকবে কিছু দেশীয় দোসর
চাটুকার রাজাকার,শামস, আল বদর।
দেখবি তখন কেমন করে এ জাতি আর ঘুরে
মেধাহীন আর পঙ্গু জাতি যাবে আস্তাকুঁড়ে।


ঠিক পেরেছি, ঠিক ঘুরেছি ওরে হায়নার দল
আমরা হলাম বীরের জাতি,বুকে মোদের বল।
চিকন বুদ্ধি, অমানুষী, নিষ্ঠুর,বর্বর,
ধীরে ধীরে নিচ্ছি গড়ে মোদের ভাঙ্গা ঘর।
ইতিহাসে  রইলি তোরা ঘৃণ্য হয়ে পড়ে
বুদ্ধিজীবী জন্মে মোদের প্রতি ঘরে ঘরে।।