ক হিল কালা,কত কী জ্বালা!
খ বরের পিছনে খবর রয়ে যায়।
গ রুচোর ধরেছে,
ঘ র খালি করেও,  কেউ পার পেয়ে যায়।
চ তুর বড় বেটা, মন্দিরে করে বাস
ছ কে তারই নেই ঠাঁই,চোর পোষে মহারাজ।
জ মদূত বেছে বেছে দম সব কেড়ে নেয়,
ঝ ড়ে সব তালগাছ উপড়ে ফেলবেই।
ট লবে না শুধু ভাই সেই বটবৃক্ষ,
ঠ কবাজ মহারাজ কষছে যে অংক!
ড র নেই মনে যার তারে ভয় শেখাও
ঢ ং করে কেন রে, সং সাজ দেখাও!