চারিদিকে ধান্দাবাজি
চলছে নানান ধান্দা
কেউবা বেঁচে থাকার তরে
কেউবা মোহে আন্ধা।
কেউ করছে ধর্ম বেচে
কেউবা দেখো পাল্টে বেশ,
কেউ আবার সেবার নামে
লুটেপুটেই করছে শেষ।
কেউ করছে অন্যের কাঁধে
বন্দুক রেখে শিকার,
কেউ কেউ চালাক হয়েও
ভান ধরছে বোকার।
নিজের ঘর ভাঙছে নিজেই
দোষ দিলো যে পরের,
ডাক্তার বাবু জ্বর সারাতে
এক্স-রে করে হাড়ের।
ক্লাসরুমটা ড্রইংরুমেই
স্কুল-কলেজ নামে,
ধান্দাবাজি জিন্দাবাদ
আদর্শ আজ ঘুমে।