শিখিনি দাঁড়াতে
ঠিকমত হাঁটতে
যদি যাই ছিটকে
দোষ দেই পথকে।
শিখিনি সাঁতার
দেবো পাড়ি পাথার
যদি যাই ডুবে
দোষ দেই রবকে।
শিখিনি রুখতে
প্রতিবাদ করতে
যদি দেখি অন্যায়
দোষ দেই লর্ডকে।
শিখিনি শেখাতে
সোজা পথ দেখাতে
কেউ যদি বেঁকে যায়
দোষ দেই যুগকে।
শিখিনি হাসতে
কারো দুখে কাঁদতে
কেউ যদি দোষ করে
দোষ দেই জাতকে।