একুশের চেতনা ঝুলে গাছের ডালে,
শহিদ মিনারের বেদিতে ফুলে ফুলে,
মেসেঞ্জারের ইনবক্স,
ফেইসবুকের প্রোফাইলে।
খালি পায়ে প্রভাত ফেরিতে,
সাদা-কালো পাঞ্জাবি-শাড়িতে,
স্লোগান লিখে দেয়ালে দেয়ালে।
একি উৎসব, নাকি চেতনা, বুঝি না!
বছর জুড়ে মিনারের খোঁজ রাখি না।
রক্তের দামে কেনা যে মায়ের ভাষা,
সেই মা'কেই "মা" ডাকি না।
শোনো; বরকত,জব্বার,ছালাম,শফিউর
"আমরা তোমাদের ভুলব না"
একুশ এলেই ভরাবো মিনার,
বাইশে মোরা পারবো না।
যে বাংলা'র ত্বরে শহিদ হলে
শুধু সে বাংলা'য় চলছে না,
মিশ্রভাষায় বলছি কথা
একুশেই একুশের চেতনা।