প্রতিদিন পাঁচবার, খোদার দরবার,
হাজিরা দে মন আমার,
খুঁজি পাবি তাঁরে।
হেলায় হেলায় যায়রে বেলা,
এ জগৎ সংসারে।


কোথা হতে আসিয়াছো
কোথা যাবে ফিরে,
ভুলিও না ওরে অধম
হারাইও না ভীড়ে।


থাকতে সময় করো রুজি
বাড়াইয়া লও নিজের পুঁজি
অলিক সুখে ছেড়ে।
হেলায় হেলায় যায়রে বেলা
এ জগৎ সংসারে।


ভেবে বলে "ছন্নছাড়া"
নাই কি মনে  ভীতি,
এ জগতের রং তামাশায়
ক্ষণিকের অতিথি।


সঠিক পথে জীবন চালাও
মনে নূরের বাতি জ্বালাও
না ডুবে আধারে।
হেলায় হেলায় যায়রে বেলা
এ জগৎ সংসারে।