আর কেউ না, শুধুই এ জাতি
ভাষার তরে লড়েছে,
বুকের তাজা রক্ত ঢেলে
মাতৃভাষা জিনেছে,
সেই চেতনা বুকে নিয়ে
স্বাধীনতাকে এনেছে।
আমি গর্বিত বাঙালি
বিশ্বকে দেখিয়েছি,
রক্ত দিয়ে মায়ের ভাষার
সম্মান বাঁচিয়েছি।
তবুও আজ চর্চা কেন
ভীনদেশীদের ভাষার,
মায়ের ভাষা পঙ্গু আজ
চেতনা কেন অসাড়?
আজ বুকে জাগাও চেতনা
অন্য কোনো ভাষা না,
মায়ের ভাষায় বলবো কথা
করবো তারই আরাধনা।