আমি মাঝ নদীতে।
এক কূলে নাড়ির নীড়,
এক কূলে শ্মশান,
এক কূলে আমার আমি,
এক কূলে প্রাণ।
এক কূলে স্বপ্নরা,
এক কূলে অলিক সুখ
এক কূলে আমার কথা,
এক কূলে গান।
আমি দোটানায়।
হৃদয়টারে পাথর করে,
মাঝ নদীতেই আছি পড়ে,
অনেকদিন ভোর হয় না,
অনেক রাতে চাঁদ ওঠে না,
অনেক কথায় সুর ধরে না,
অনেক হাসি ম্লান।
তবু কূল খোঁজে মন সুখ সন্ধানে
জীবন তরী দু-কূল টানে।।