কেউ বলে "ডাব", আর কেউ "কলা"
ঘরের ভেতর ঘর, রাজনীতি খেলা।
সুযোগ না পেলে, আদর্শ ফেলে
কেউ দেখো কোট খুলে গলে পড়ে মালা।
কারো ভালবাসা, গা ভাসা ভাসা
নিজে বাঁচি, বাপ পরে, কেঁদে ফের হাসা।
পাবলিক "আমে", ডানে কিবা বামে
শান্তি খুঁজে খুঁজে ক্লান্তিতে ঘামে।
ক্ষমতার দোড়ে, দেশপ্রেমই হারে
হিংসার দাবানলে সভ্যতা পোড়ে।