মগে মগে ছেয়ে আছে
দেশের এধার-ওধার,
ক্ষুধার্তকে অন্ন দাও
নিচ্ছি কেড়ে আহার।
সেবার নামে করছি জবাই
দেবার নামে চুরি,
আমার ধান, আমার গোলাই
করছি বাহাদুরি।
শিক্ষাটাকে ব্যবসা করে
ব্যবসা বনবাস,
দেশের চাকা ঘুরছে ঠিকই
পিষছে দুর্বাঘাষ।
মশা গেলে কামান ছুড়ি
হাতি গেলে চুপ,
চোর পালালে পুলিশ পাঠাই
চোরের অন্যরূপ।
যাকে খুশি রাজা মানি
রাণী শুধু আমার,
লোহার শাবল গড়তে এখন
লাগে কি আর কামার?