ছেলেটাকে গ্রাস করে হতাশা
কেউ সে খবর রাখেনি,
একরাতে আকাশের তারায়
হারিয়ে যেতে সে ভাবেনি!


ছেলেটাকে কেউই বোঝেনি,
তার কথা কেউই ভাবে নি,
ভাল থাকার শত অভিনয়
ভাল থাকতে সে পারেনি।


তার মতো হতভাগা কে আছে
সব থেকেও যার কিছু নেই,
তিলতিল করে যা গড়ল
ভেঙে গেল তা নিমিশেই।


এই যে আজ সে এখানে
রয়েছে তাতে যার অবদান,
আজ সে একাকি কেঁদে যায়
কী দিল সে তার প্রতিদান।


যাকে সে আদরে আদরে
আগলে রেখেছিল মায়ায়,
আজ সে রোদেপুড়ে ছাড়খার
কেউ নেই পাশে তার ছায়ায়।


ছেলেটা সবার মত না
তাইতো ভেতরে যাতনা,
সুখের পেছনে ছুঁটেও
ছেলেটা সুখ খুঁজে পেল না।


পৃথিবীর মায়া ছেড়ে দিল সে
এ ভবে সবাই বহুরূপী,
অভিমানে-কষ্টে হারালো
হলো সে মহাপাপের পাপী।