আমি জীবন যুদ্ধের রণক্ষেত্রে-
প্রাণপনে লড়ছি ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে,
জয় -পরাজয়ের সন্ধিক্ষণে,
পরাজয়ের কালো মেঘ যখন আমার  আকাশে,
শুধুই বর্ষণের অপেক্ষায়,
যখন ভাগ্যকে সব সপে দিতেই হবে,
তুই এসে পাশে দাঁড়ালি।
কোনো এক স্পৃহায় আমি গর্জে উঠলাম,
সব ক্ষত তোর পরশে অবশ হলো,
এই আমি নব জীবন পেলাম।