পানি নাকি স্বচ্ছ, সবই নয়-ছয়,
কিতাবে যা পড়েছ, বাস্তবে কই?
উপড়ে দন্ত, খেতে দেয় গোস্ত,
সাহস জুগিয়ে, পরে দেখায় ভয়।
হাসি দেখে হাসছো, দেখেছো কি কান্না?
চকচকে সবকিছুই, খাঁটি সোনা হয়না।
বাঘ বলে ডাক দেয়, বাঘের মাসীকে,
বোকারা খায় ধোঁকা, খুঁজে ফেরে নিজেকে।
সবকিছুই সাজানো, নাটকের মতন,
তুমি-আমি পুতুল,নাচি যখন প্রয়োজন।