অটল এ মায়াগিরি,
অজস্র মুগ্ধতার ঝলকানি,
সুখ সংগীতের কলতানে
কিছুটা হারিয়ে, অনেকটা পাবার আশা।
পাথর হৃদয়ে কাদামাটি মাখিয়ে
উড়িয়ে দেয়া স্বপ্নগুলো হন্যে হয়ে খোঁজা।
মনটাকেও ছাড়িয়ে ভালোবাসতে শেখা।
অবুঝ হৃদয়ের অবাধ্য পথচলা,
তিলে তিলে ভাবনার খোরাক যোগানো,
হাঁটতে হাঁটতে পথভোলা হবার সাধ
তার ছুঁড়ে দেয়া তীরে আমি বধ
আনমনে ক্ষণে ক্ষণে নিজেকে গুপ্তহত্যা।