আমি কী আর করতে পারি?
যদি এটাই হয় বিধির বিধান।
হয়তো খালি পায়ে হাঁটতে পারি,
যেন দূর্বাগুলোর ঘুম না ভাঙ্গে।
স্বপ্ন দেখে রাত পোহানো,
কয়েক শত তারা গোনা,
তাইতো আর স্বপ্ন ভাঙ্গার নিছক কষ্ট,
হৃদপিন্ডে ঘণ্টা দেয় না।
আমি কী আর করতে পারি?
যদি নীলকষ্ট বাঁধে সখ্য,
মেঘ কালো দুত বড় অদ্ভূত,
আঁধার নামায় নয়তো ধারা।
বিকেলের রোদ ,পুড়ায় পুড়ুক,
তবুও আমি চাই গোধূলি,
চাই জোসনা,চাই রাত্রি,
স্বপ্ন দেখতে চাই অবধি,
কাঁদলে কাঁদি,মানব না হার,
যাক না জীবন দূর পারাবার।