প্রথম প্রহর চোখের পাতায়
নিদ আসে না তোর ভাবনায়,
কাব্য লিখি নীল বেদনায়
ধুলো জমা মনের খাতায়।
রাতদুপুরে স্বপ্নে এসে
কাছে টানিস ভালবেসে,
হঠাৎ আবার দূরে সরে
কাদাস মোরে নতুন করে।
ত্রিপ্রহরে আযান শুনে,
জেগে ওঠে পুবের কোণে,
ছুটে যাই দেখতে তোকে
ঘুমিয়ে তুই যেখানে।
তারপর চারপ্রহরে
ছুটে যায় তালপুকুরে,
তুই যেথা কাটতি সাঁতার
খুঁজি আজও সেই সেখানে।
মনে পড়ে প্রথম প্রহর
কলেজের বারান্দাতে,
তোকে যেদিন প্রথম দেখি
ছিলাম না নিজের মাঝে।
আজ কেউ নেয়না খবর
কেটে যায় দ্বিপ্রহর,
বলে না মিষ্টি করে
খেয়ে নিও সময় ধরে।
ত্রিপ্রহরে ফিরলে ঘরে
বুকটা খা খা করে,
ঘরটা শূণ্য যে মোর
তুই থাকিস খানিক দূরে।
চারপ্রহরে আলো ডুবে
নেমে আসে আধার,
সেই সে আঁধার অষ্টপ্রহর
তুই ছাড়া এই আমার।