একি হচ্ছে,কেন হচ্ছে,সভ্যতার এ যুগে,
মানুষকে আজ আকঁড়ে ধরে অমানুষী রোগে।
দেহের ভেতর বাস গড়ছে নষ্ট আরেক কায়া,
রিপুর কাছে হার মানছে রক্ত -মাংস মায়া।
উদম খেলায় মত্ত হয়ে বিবেক কেন অন্ধ,
বাতাস ভারী করছে কেন নিষিদ্ধ সুখ গন্ধ।
উদর খালি করছে কেন নিজেই হয়ে জম,
আগুন পেলেই ঝাপিয়ে তাতে পড়ছে কেন মোম।
কিসের নেশায় নিজের রক্ত নিজেই করছে পান,
এ কোন জ্বালায় জ্বলছে সমাজ, কী তার পরিত্রাণ??