তুমি গোলাপ;
তাতে থাকবেই কন্টক,
আমি জেনে শুনেই তুলছি তোমায়।
যে পথের প্রান্তে স্বর্গ,
হউক না সে পথ বন্ধুর
আমি নির্ভীক এ পথচলায়।
যা দেখেছি মন যমুনায়
পেতে তা ডুবতে রাজি,
পেতে ঐ মনের দখল
এ জীবন ধরবো বাজি।
তুমি স্বপ্ন;
তা করতে পূরণ,
যুদ্ধে নামবো যখন তখন।
যদি হয় সাতটি জনম
তুমিই যেন হও দোসর,
তোমায় নিয়েই বাঁচতে চাই
হউক না তা ক্ষণিক সময়।