সেই এক ঝাঁক পায়রা,
যারা এক মনে উড়ত শূন্যে
আজ সেই ঝাঁক হয়েছে অশক্ত,
ধীরে ধীরে বাড়ছে ফাঁক।
যে পায়রারা ছিল অবদ্ধ,
ছুটে চলত আনমনা;
প্রথম প্রহর,মধ্যাহ্ন গোধূলি,কিনবা নিশীথ।
আজ তাদের সসীম গন্ডি,
ওড়ে যে যার মনাকাশে।
কেউ ছুটছে তার স্বপ্নীল লক্ষ্যে,
কেউবা আজ পথাভোলা,
কেউ বেধেঁছে জুগল নীড়,
কারো ডানা অসাঢ় সহসা ঝড়ে।
তবুও পায়রারা এক আকাশে,
মাঝে মাঝে মেলে স্মৃতির টানে,
ভুলে গিয়ে আপন সত্তা,
হয়ে যায় একাকার,
আনন্দ,উল্লাস,কিছুটা অভিমানে।
সেই এক ঝাঁক
বন্ধুরা,কেমন আছিস তোরা??