সেই রাতে ;
চকবাজারের নেমে এলো যমদূত।
আজ তার অনেক খিদে
যাকে পাবে তাকেই খাবে,
তার চোখে আগুনের ফুলকি,
রাতের আঁধারও তাই ভয়ে পালালো।
চারিদিকে দাউদাউ আগুন,
আজ তোরা কোথায় লুকোবি?
ভাবছিস মায়ের কোলে,
ওরে বোকা মায়ের গর্ভে
লুকিয়েও আজ রেহাই নেই।
না, কেউ আজ রেহাই পাবি না,
কেউ না, কেউ না।
যার হাতে কাঁচা মেহেদি,
আর যে কদিন পরে
হাতে মেহেদি দিবি,
কেউ না, কেউ না।
যাকে প্রতিদিন নামতে হয়
বেঁচে থাকার যুদ্ধে,
কাল সকালে যার স্কুল আছে,
যার অপেক্ষায় টেবিলে ভাত
নিয়ে বসে আছে মা,
কেউ না, কেউ না।
যতক্ষণ তার খিদে মিটবে না
তোরা কেউ রেহাই পাবিনা।


😨😨চকবাজারে নিহতদের মাগফিরাত
কামনা করছি।
কবিতাটি তাঁদেরকে উৎসর্গ করলাম।