স্মৃতি তুমি বহুরূপী
সুখ দুঃখ মুখোমুখি,
মনের আয়নায় ফুটিয়ে তুলো
কান্নাহাসির শত ছবি।
কিছু স্মৃতি আনে ফাগুন
আর কিছু জ্বালায় আগুন,
পলকেই দুখে ডুবি
পলকেই সুখে ভাসি।
দুঃখগুলো যদি হয় ক্ষীণ
তবুও তা তীব্র ব্যথার,
সুখ গুলোতো আকাশ ছোঁয়া
একটি পলক, এক মহাকাল।
যা নিয়েছো গ্রাস করে
আজও চাই পেতে ফিরে,
আর যা এনে দিলে
হারিয়ে যাবার ভয় করে।
স্মৃতি, তাই আজ মিনতি
কষ্টগুলোর টানো ইতি,
সুখের সেই লগ্ন নিয়ে
ফিরে আসো দিবারাতি।