কাজল কালো ঐ হরিণি নয়না
জীবনভরও যদি করি বন্দনা,
শাহজাদির নয়নের হয় না'ক তুলনা।
রজনী হারায় কালো যে হাসিতে
মিনতি,রেখো ধরে, তা ও ঠোঁটেতে।
নজরে যে মায়ার আগুন
চঞ্চলা মন, যদি হয় খুন,
মরে করো ক্ষমা, ওগো  সুনয়না


পারব না তব ও হাসি ভুলিতে।