সরকার বাহাদুর,ভাবনায় বহুদুর
ঝরেপড়া রোধে চালু করেন নীতি।
পাশ করে উঠলে,নিয়মিত আসলে,
শতভাগ ছাত্র পাবে উপবৃত্তি।
মহতী এ কারবার,প্রশংসার দাবিদার
খাতা-কলম কিনবার ভাবনার ইতি।
কিন্তু তার জন্য,এলাহি সে কান্ড
পাঠদান বন্ধ, পড়ালেখায় ক্ষতি।


কে কে পাবে সুবিধা,করো তার তালিকা
ছবিসহ রেজিস্টার, তারপর চাহিদা।
টাকা যাবে মোবাইলে,একাউন্ট দাও খুলে
ব্যাংকের ফরম, করে দাও পূরণ।
তাতে লাগে যা যা, আনিয়ে নাও তা
জন্মনিবন্ধন,বাবা-মার পরিচয় নং।


এখানেই শেষ না,ডিজিটাল ভাবনা!
এক্সেলসিট করে, তিনমাস যোগ করে
চাহিদা অনুসারে, ডাটা দাও এন্ট্রি।
এন্ট্রি শেষ করে,সফ্টকপি পেনড্রাইভে,
হার্ডকপি প্রিন্ট করে, জমা দাও জলদি।


অভিভাবক জানে না,একাউন্ট চেকের নমুনা
সিম হারিয়ে গেলে, টাকা হয় না তোলা।
নাম্বার ভুল হলে,টাকা যায় দূরে চলে,
ফেরত আনা দায়,একি মহা জ্বালা!


সরকার বাহাদুর,ভাবনায় বহুদুর
করি তার প্রশংসা তবুও আশঙ্কা,
এভাবেই চললে,দিন দিন কমবে
পাশ করার হার,সুবিধাভোগীর সংখ্যা।