গাড়ি ছেড়ে রাস্তায়,
গলিতে-গলিতে, বস্তিতে,
কামার পাড়া, জেলেপল্লীতে,
দুখিনী মায়ের খুপরিতে।
কত ভাব, কোলাকুলি, গলাগলি,
করমর্দন, কুশলাদি।
তারপর চেনারূপ, ভিনগ্রহের প্রাণী।
কত অভুগ মুখ পড়ে থাকে,
দুখিনী মা ঘোরে দ্বারে দ্বারে,
লুটে খায় লুটেরা, গৃহহীন রাস্তায়।
প্রতিশ্রুতি থেকে যায়,
মনের হিমাগারে জমাট বাঁধে
রুপান্তরে হয় ঘৃণা।
জিতে নিলে মন,
তুলে দেয় মাথায় তাজ,
ধুলো গায়ে লাগেনা।