আত্মগ্লানিময় অভিমান
.                      -আরিফ শেখ
তোমার জন্য কী করতে পারি বলো?
তোমার জন্য জমানো আছে এক হিমালয় কান্না,
নেই বা না হয় গঙ্গা কিংবা রামগঙ্গা,
তাই হয়তো হিমের আলয় প্রদীপ আলোয় আর আসে না।


সবচেয়ে বড় অপরাধ বলতে পারো?
ভালোবাসতে না পারার অপরাধ,
আমি চূড়ান্ত অপরাধী,
জাগানো হোক গিলোটিনকে,
আমার হৃদয়ের শিরচ্ছেদেই হোক তার পুনরভিষেক।


তুমি যখন বলো,আর কিছু অবশিষ্ট নেই,
দু-হাতে ঢাকি মুখ,আড়ষ্ঠ হয় জিভ,
ঢেউয়ের মতো কষ্ট নাচে বুকে,
নিজেই ভাসি অথৈ জলে,সত্যিই কি তাই?
আমার কাছে তুমিই তো সত্যি।


তোমার বিশ্বাসে কুয়াশা পড়ছে ক্রমশ,
তার চেয়ে বড়ো অপরাধ শীতকাল আমারই অতিথি,
ক্ষমা চাওয়ার মতো হাত বা মুখ কোনোটাই নেই,
তার চেয়ে বড়ো কথা,
ক্ষমাতে তোমার ভীষণ আপত্তি।


কবিতা তোমার না খাওয়ার তালিকায়,
মাঝে মাঝে গিলতে হয় তেতো ওষুধের মতো,আমার বলেই
আমার কলম নাকি বড্ড বেশি উগরোয়,
কলমের মুখ,মগজ আর হৃদয়ে নাকি বিস্তর ফারাক,
'আমার মু-ম-হৃ সব এক' এ আর বলতে পারিনে তোমার বিশ্বাসে।