সমাজ আজ জঘন্য আবর্জনাস্তূপ
পরাণুগ্রহজীবী মোসাহেবে ভরপুর
শিক্ষার কোন প্রসার নেই
জ্ঞান-বিজ্ঞান চর্চার কোন সুযোগ নেই
ধর্ম-কর্মের কোন স্থান নেই।
সম্মান-শালীনতার কোন তোয়াক্কা নেই।
অগ্রগতির কোন চিহ্ন নেই
ব্যবসা-বাণিজ্যের উন্নতি নেই
দুঃখ দুর্দশার কোন সীমা নেই।
সমাজ আজ জঘন্য আবর্জনাস্তূপ
পরাণুগ্রহজীবী মোসাহেবে ভরপুর।
চারিদিকে নিস্তব্ধ গাড় অন্ধকার থমথম করছে।
উৎপীড়ন,অত্যাচার স্বেচ্ছাচারিতার কোন সীমা নেই
ঔদ্ধত্যের লাগাম টেনে ধরার করার মত কেউ নেই।
অভিযোগ, আবেদন করার মত বিচারক নেই
আলোর কোন আভাস নেই
প্রতিকারের কোন পন্থা নেই
ন্যায় বিচারের কোন আশা নেই ।
সমাজ আজ জঘন্য আবর্জনাস্তূপ
পরাণুগ্রহজীবী মোসাহেবে ভরপুর।