ভীষণ দুঃখিত আমি-
নিরস অন্তর্মুখী এক মানুষ।
আমি পারিনা তোমায় বসন্তের রঙে সাজাতে
হাটু গেড়ে ছোট্ট একটি গোলাপ দিতে।
আমি পারিনা তোমায় নিয়ে-
টিএসসির গোল টেবিল বসে এক বেলা খেতে।
আমি পারিনা জনসমুদ্রের মাঝে
তোমার হাতটি ধরে হাঁটতে।
আমি পারিনা তোমায় নিয়ে হুট তোলা রিস্কায় ঘুরতে।
পাশের সিটে বসে দূরে লম্বা কোন টুরে যেতে।
আমি পারিনা তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজতে।
ঠিক রাত বারোটায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে।
আমি নিরস অন্তর্মুখী-
ভীষণ দুঃখিত আমি।
আমি পারিনা তোমায় এক-লা বৈশাখে
নতুন শাড়িতে দেখতে।
আমি পারিনা তোমার কালো কেশে
একটি সাদা গোলাপ গুঁজে দিতে।
আমি পারিনা তোমায় রমনা বটমূলে
প্রশস্থ বক্ষে একীভূত করতে।
আমি দুঃখিত আমি অন্তর্মুখী।
তাই আমি ভালবাসতে পারিনা।
রাতে হঠাৎ ঘুম ভেঙে বর্ণিল বার্তা দিতে পারিনা
তাই আমি ভালোবাসতে পারিনা।
আমি ভালোবাসার অভিনয় করতে পারিনা
অবাস্তব কাল্পনিক মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারিনা
তাই আমি ভালোবাসতে পারিনা।