এই যে আমি,
আমার মত করে বেঁচে আছি
সময় ফুরিয়ে যাচ্ছে, জীবন ফুরিয়ে যাচ্ছে
প্রাপ্তির সীমারেখা খুবই সংকীর্ণ আমার।
এই সীমারেখা দীর্ঘ করার  সময় পেলাম কোথায়।
ব্যস্ততার মোড়কে জীবন মোড়ানো কিন্তু দিনশেষে মনে হচ্ছে, উপযুক্ত সময় পেলাম না।
অনুকরণময় এ জীবনে নিজেকে নিয়ে ভাবার ফুসরাত কোথায়?
আমি জানি চলে যেতে হবে শূন্য হাতে
নিষ্ঠুর এই পৃথিবী আমাকে কিছুই দেবে না।
যে আমাকে আপন করে রাখবে না
যে আমাকে স্থান দেবে না তার বুকে
তাকে সাজানোর জন্য এত ব্যস্ততা কিসের?
কবে থেকে এত বোকা হলাম আমি?
চলে যেতে হবে আমাকে,
সময় ফুরিয়ে যাচ্ছে, জীবন ফুরিয়ে যাচ্ছে
প্রাপ্তির সীমারেখা শূন্য রেখে।
চলে যেতে হবে আমাকে।