এমন তো হওয়ার কথা ছিল না?
কোথায় যাচ্ছি, কি হচ্ছে, কি চাচ্ছি আমি?
এ ধরায় প্রতিটি বস্তু কণা প্রত্যেকের দিকে আকর্ষিত নিজ অবস্থান থেকে, কোথা থেকে এলো, কিভাবে হল ,এই বিকর্ষণ তবে আমার মাঝে?


এমন তো হওয়ার কথা ছিল না?
দূরে নীলাভ-সবুজ আকাশ, নিচে উত্তাল দরিয়া, প্রবল বাতাস এক বিন্দুতে কেন্দ্রিভুতো হতে চাচ্ছে, এর মাঝে অবস্থান আমার।


ধুলি মাখা পথ মরুর উতপ্ত বালি,পদচিহ্ন রেখে যায় ক্ষণে ক্ষণে,ফিরে আসার পথ কি আছে? এ বিহনে?
অতৃপ্ত আত্মা, তৃষ্ণার্ত হৃদয়, ক্ষুধাতুর জীর্ণ দেহ,খুঁজিয়া ফিরি প্রশান্তির আশ্রয়।


এমন তো হওয়ার কথা ছিল না?
শঙ্কিত আমি, কোথা যেন যাই? কি যেন হয়? অতৃপ্ত এই মন। ছাড়িয়া নিশ্বাস নিয়ে দীর্ঘশ্বাস,ভাবিয়া ফিরিয়া পাই আছে মোর একটাই স্থান।
সেই স্থানে হাই, যেতে মন চায় আশার প্রদীপ নিয়ে,কিন্তু কি করিব ভাই পথ যে সহজ নয় ,এক কদম সামনে গিয়ে দু'কদম ফিরে আসিতে হয়।


এমন তো হওয়ার কথা ছিল না?
কোথায় যাচ্ছি, কি হচ্ছে, কি চাচ্ছি আমি?