কেমন আছো জানিবার তরে
সময় নষ্ট না করি।
অনুসন্ধানী এই মন
জানে উত্তর সর্বজনীন।
নিজ নীড়ে ফেরো
ভুলিতে সমস্ত বেদনা।


কোন এক নিস্তব্ধ দুপুরে আসিবে ফিরে
হলদে পাখির মত ছোট্ট পাতার নিচে
লুকায়িত তুমি
এ ডাল থেকে ও ডাল
চঞ্চল  বিচরণ তোমার।
এবার স্থির হোক ভরে যাক পূর্ণতায়।
কাঠফাটা রোদে ফেটে যাওয়া পলিমাটি
একটুখানি বৃষ্টি যেন অমর প্রশান্তি।
আবার আসিবে ফিরে কোন এক নিস্তব্ধ দুপুরে।
দুহাত প্রসারিত মাঝে শূন্যস্থান
এই স্থান কখনো পূর্ণ হইবার নয়।