আলোর ছটা দীর্ঘ করে ,প্রখর তেজে রবি সরে
মলিন হওয়াই পাতা নড়ে, শালবনের ওই পারে।
মেঘের গ্রামে মেলা বসে,নানা আকৃতি নানা বেসে,
সাদা চাদরের আড়ালে হয়তো চাঁদও রয়েছে মিশে।
দুপুরে সব পথ খালি, উত্তপ্ত শুকনো বালি,
কথাও আবার ঘরের কোনে, ঝরে পড়ে ফুলের কলি।
গাছের ডালে বিশ্রাম রত, ছোট্ট পাখি শত শত,
তৃষ্ণার্ত মনে,কোন গোপনে পুকুর পাড়ে আসে।
রাখাল ছেলে হাক দিয়ে যায়,গোধূলি আসার বার্তা পাঠাই
তেজ হারিয়ে রং সরিয়ে রবি এবার নেয় বিদায়।