বীরত্বের একি প্রমান,
এদিক ওদিক বোমারু আর বিমান।
বিক্ষোভ যখন শীর্ষচূড়ায়
মাতৃভূমির  জন্য লড়াই
আঘাত আনে রক্ত ঝরায়, গভীর ক্ষত সারিতেনা পায়
তা শুধু বেদনা দিয়ে যায়।
অনেক হয়েছে দ্বন্দ্ব শত, পুরো বিশ্ব শোকাহত
সমাপ্ত হোক যুদ্ধ যত, আর চাইনা জাপানের মতো
বিধ্বংসী কণ্ড।
ফাল্গুনের একি ধারা,চারিদিকে  বারুদের মেলা
কালো মেঘে আচ্ছন্ন বেলা, হয় রক্তারক্তির খেলা।
হয়না শুধু মানবের ক্ষতি, স্তব্ধ করে বিশ্বের গতি
জীববৈচিত্রে আঘাত আনে শক্ত,
পড়ে থাকে শুকনো এক ফোঁটা রক্ত।
দুই দেশের কামান, ধ্বংস আনে সমান
বন্ধ করো যুদ্ধ যা নিস্ফলতার প্রমান।